আজকে তোমাদের এমন একটা WooCommerce টিপস দেবো যা আমার ক্লায়েন্টদের সেলস অনেক বাড়িয়ে দিয়েছে—সেটা হলো শুধুমাত্র একটা 'Buy Now' বাটন যোগ করা।
সাধারণত WooCommerce সাইটে কী হয়? কাস্টমারকে Add to Cart করতে হয়, তারপর Cart পেজে যেতে হয়, এরপর Checkout-এ। যে কাস্টমার অনেকগুলো জিনিস কিনবে, তার জন্য এটা ঠিক আছে। কিন্তু যে শুধু একটা জিনিসই কিনতে চায়, তার জন্য এতগুলো স্টেপ মানে হলো বিরক্তি। আর প্রতিটা অতিরিক্ত ক্লিক মানেই হলো একটা সেলস হারানো।
আমি আমার ৩৫০-এর বেশি প্রজেক্টের অভিজ্ঞতায় দেখেছি, এই অতিরিক্ত ধাপটা কমানোই সবচেয়ে জরুরি। তাই আমি এখন যেটা করি, সেটা হলো—'Add to Cart' বাটনের পাশেই একটা 'Buy Now' বাটন যোগ করে দিই। এতে কাস্টমার বাটনে ক্লিক করা মাত্রই কার্ট পেজ স্কিপ করে সরাসরি Checkout পেজে চলে যায়। ফলাফল? কাস্টমাররা হুট করে জিনিস কিনে ফেলে, মোবাইলে কেনাকাটা সহজ হয়, আর abandoned cart-এর সংখ্যাও অনেক কমে যায়।
এটা হয়তো দেখতে খুবই ছোট একটা পরিবর্তন, কিন্তু business-এর সেলস বাড়ানোর জন্য এর প্রভাব অনেক বড়। মনে রেখো, একজন ভালো ডেভেলপারের কাজ শুধু সাইট বানানো না, ক্লায়েন্টের business বাড়াতে সাহায্য করা।